আজ একটা টিপস্ নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ.. Sim-Jacker Attack..? যেমন আমরা প্রযুক্তির এমন এক যুগে বসবাস করছি, যেখানে Privacy আর Security জিনিস দুইটা দিনে দিনে অনেক বেশি মুশকিল শব্দে পরিণত হচ্ছে। কোনদিন যে আপনি হ্যাক হয়ে যাবেন অথবা অলরেডি হ্যাক হয়েই রয়েছেন কিনা সেটা বুঝবার ও উপায় কমে যাচ্ছে। এমনিতেই ফেক মোবাইল অ্যাপের দুঃখে বাঁচা দ্বায়, এর মধ্যে (Simjacker) অ্যাটাক আরো বেশি প্যারাময় জীবন তৈরি করার জন্য রেডি গেছে। এই Simjacker অ্যাটাকের মাধ্যমে হ্যাকার আপনার মোবাইলের সিম কার্ড হ্যাক করতে পারবে, আর সিমের বদৌলতে সহজেই যেকোনো ফোন হ্যাক করা সম্ভব হবে। আরো ভয়াবহ ব্যাপার শুনতে চান? আচ্ছা আপনার ফোনে ম্যালওয়্যার কিভাবে প্রবেশ করে বলুন তো? আপনাকে অবশ্যই কোন না কোন ভাবে নিজে থেকে ফোনে অ্যাপটি ইন্সটল করাতে হয় তাই না? কিন্তু (Simjacker) অ্যাটাক চালানোর জন্য আপনাকে কিছুই করতে হবে না। হ্যাকার জাস্ট আপনার ফোনে একটি ম্যালিসিয়াস এসএমএস সেন্ড করবে, ব্যাস আপনার সব কিছুর কেল্লা ফতে..! সিম কার্ডের মধ্যে একটি বিশেষ সফটওয়্যার যুক্ত করা থাকে, প্রায় ৩০টি দেশের অপারেটর তাদের সিমে এই সফটওয়্যা...