ইনি Bx1 নামে পরিচিত বিখ্যাত হ্যাকার হামজা বেনদেলাজ। এই আলজেরিয়ান কম্পিউটার হ্যাকার ট্রোজান হর্স নামের স্পাই আই (SpyEye)-এর সহ-প্রতিষ্ঠাতা। তিনি ২১৭টি আমেরিকান ব্যাঙ্ক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের টাকা হ্যাকিং করে তুলে নেন। পরে স্পাইআই অ্যাপ্লিকেশনটি অন্য হ্যাকারদের কাছে বিক্রিও করেন। পরবর্তী কালে তাঁকে গ্রেফতার করা হয়। তবে তাঁর জীবনের সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনাটি হল সংগৃহীত ২৮০ মিলিয়ন ডলার তিনি আফ্রিকার খাদ্যাভাব মেটাতে দান করেন।তিনি (smiling hacker) নামে পরিচিত।
স্যালুট হামজা বেনদেলাজ।সর্বকালের সর্বশ্রেষ্ঠ হ্যাকার।গরিবের রবিন হুড।

Comments
Post a Comment