Brute-Force
Brute-Force হচ্ছে একটা অ্যাটাক পদ্ধতি যার মাধ্যমে কোনো টার্গেটের ওপর একই সাথে অসংখ্য পাসওয়ার্ড দিয়ে তার Security Crack করা হয়।
Brute-Force এর কাজ হচ্ছে আপনার দেওয়া পাসওয়ার্ড লিস্টে টার্গেট এর পাসওয়ার্ড টি খুজা । Brute-Force করতে হলে আপনার নিজের একটা পাসওয়ার্ড লিস্ট থাকা লাগবে । সেটা আপনি টার্গেট এর ইনফরমেশন এর ওপর ভিত্তি করে বানাবেন , যে Target কি কি পাসওয়ার্ড দিতে পারে।
পোস্টে যে টুল টি দেওয়া হয়েছিল সেটা তে Common 10M পাসওয়ার্ড দেওয়া আসে । এখন আপনার টার্গেট এর পাসওয়ার্ড তার মধ্যে আসে কিনা যেটা যাচাই করবে Brute-Force অ্যাটাক এর মাধ্যমে। যদি এর মধ্যে না থাকে তাহলে আপনার নিজে থেকে পাসওয়ার্ড লিস্ট বানিয়ে দিতে হবে ।
সংক্ষিপ্ত ভাবে বললাম। ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে

Comments
Post a Comment