ফিশিং - সচেতন থাকুন।
আপনি কি জানেন যে, ফিশিং এর স্বীকার হয়েই অধিকাংশ মানুষ ম্যালওয়্যার ডাউনলোড করেন? ফিশিং ওয়েবসাইটের কথা হয়তো সবাই জানেন। তবে, অপরাধীরা ফিশিং ইমেইলের মাধ্যমে বেশি আক্রমণ করে। যেমন ধরুন- কিছুদিন আগে Windows 11 নিয়ে প্রচুর উৎসাহ কাজ করছিলো। ঠিক তখনই একটি অপরাধী গ্রুপ Windows 11 Alpha নামের একটি ফিশিং ইমেইল পাঠাতে থাকে। অপরাধীরা মানুষকে বোকা বানিয়ে ইমেইলে লিখেছিলো যে,
ইমেইলের সাথে একটি file যুক্ত করা আছে যেটা বানানো হয়েছে Windows 11 Alpha দিয়ে।
তাই, file টি open করার জন্য তারা একটি button -এ ক্লিক করতে বলে। আর, ক্লিক করলেই ম্যালওয়ারের কাজ শুরু!
অনেক সময় ফিশিং ইমেইলে এমন লিংক থাকতে পারে যে, বাংলাদেশের মানুষ ক্লিক করলে একটি লিংকে যাবে আবার অন্য দেশের মানুষ ক্লিক করলে অন্য লিংকে যাবে। অর্থাৎ, লিংক একটাই কিন্তু, location ভেদে আলাদা আলাদা ওয়েবসাইটে redirect করবে। এমনকি অনেক সময় লিংক shortener ব্যাবহার করে লিংক ছোট করা হয়। ফলে, সেই লিংকটি দেখে আসল লিংক হয়তো জানতে পারবেন না।
জরুরি একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে- অনেক সময় এমনও হতে পারে যে, একজন আপনাকে একটি ওয়েবসাইট বা, এপ্লিকেশনে sign up করতে বললো। কিন্তু, সেই ব্যক্তি আপনার ইমেইল ব্যাবহার করে আগেই sign up করেছে কিন্তু, verification code এসেছে আপনার কাছে। ফলে, তার কথা শুনে আপনি যখন নিজে থেকে sign up করবেন এবং verification code পাঠাবেন, তখন একাউন্ট verified হয়ে যাবে। পরর্তীতে সেই ব্যক্তি পাসওয়ার্ড পরিবর্তন করে নিবে। যদিও ভালো সিকিউরিটি যুক্ত ওয়েবসাইটে এমনটা করা খুব একটা সম্ভব না।
সাইবার বিশ্বে ফিশিং হচ্ছে- বিরাট এক ঝুঁকি। এই ফিশিং এর মাধ্যমেই ইন্টারনেট থেকে ম্যালওয়্যার চলে আসতে পারে আপনার কম্পিউটারে। তাই, সচেতন থাকুন।
ধন্যবাদ।

Comments
Post a Comment