ভাই, আমার মেইল একাউন্ট তো হ্যাক হয়েছে, রিকোভার করে দেন না প্লিজ !!
প্রতিদিন কমপক্ষে ১০-১৫ জন এই টেক্সট টা আমাকে ইনবক্সে করেন, প্রত্যেকের ই সেইম প্রবলেম ...
কারো কাছে ইমেইল এ ব্যবহৃত ফোন নাম্বার টা নাই, আবার কারো রিকোভারি ইমেইল এ্যাড করা নাই আবার কেউ কেউ পাসওয়ার্ড ই ভুলে গেছেন..
হ্যাক হোক বা না হোক.. রিকোভারি প্রসেস একই.. আর সেটা কেবল আপনি যে ডিভাইস থেকে আগে সাইন ইন করতেন, কেবল সেটা দিয়েই সম্ভব.. অন্য কোনো ডিভাইস থেকে চেষ্টা করেও লাভ হবে না।
আমি আবারও বলছি - কেবল আপনি যে ডিভাইস থেকে আগে সাইন ইন করতেন, কেবল সেটা দিয়েই সম্ভব.. অন্য কোনো ডিভাইস থেকে চেষ্টা করেও লাভ হবে না।
কাজেই আমাকে বা অন্য কাউকে রিকোভার করতে বলে কোনো লাভ নেই.. কারণ, গুগল এর বর্তমান নিয়ম অনুযায়ী আপনার ডিভাইস ভেরিফিকেশন লাগবেই.. যতক্ষণ না পর্যন্ত আপনি সেই ডিভাইস থেকে রিকোভারের চেষ্টা করছেন ( যে ফোনে আপনার ইমেইল সাইন ইন করা ছিল )
রিকোভারের প্রসেস গুলো এখানে দেখানো হয়েছে -
আর কীভাবে নিজেই ইমেইল একাউন্ট কে হ্যাক হওয়া থেকে বাঁচাবেন জানতে এ ভিডিওটি দেখুন -
কাজেই... আপনার একাউন্ট এর রিকোভারি করতে অন্য কাউকে দিবেন না, টাকা মেরে ব্লক করে দিবে...
কারণ জিমেইল একাউন্ট মানে আপনার - গুগল একাউন্ট, ইউটিউব চ্যানেল এর একাউন্ট সহ জিমেইল এর সাথে সংশ্লিষ্ট সকল একাউন্ট ই জড়িত !
কাজেই, এত বড় হ্যাকার এর ঠ্যাঁকা পরেনি, আপনার পোস্টের কমেন্ট এ বলে বেড়াবে ” আমি হ্যাকিং জানি, ইনবক্স মি “
তাবিজ ব্যবসায়ী থেকে সাবধান থাকুন...
বরাবরের মতো এবারও বলবো - আপনার সচেতনতা ই পারে আপনাকে সাইবার জগতে অনেকটা নিরাপদ রাখতে পারে।
আমাদের সাথে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে -
আরেকটা কথা - শেখার বিষয়ে আমাকে যেকোনো সময় নক করতে পারেন, তাই বলে জিএফ আর শত্রুর একাউন্ট হ্যাক করার বিষয়ে দয়া করে নক করবেন না.. আর আমার স্পেশায়ালিটি নেটওয়ার্কিং সিকিউরিটি তে।

Comments
Post a Comment