মোবাইল এর ক্যামেরা এবং মাইক্রোফোন হ্যাক করা যায় কি? গেলে কিভাবে সম্ভব? এ্যাপ এর নাম বলবেন দয়া করে? উত্তরটা হচ্ছে নিচে 👇👇
(কোন ভুল থাকলে জানিয়ে দিবেন - কোর্স এ আমাকে যতটুকু শিখানো হয়েছে ততটুকুই আপনাদের বলছি - যাতে একটু ধারণা পান এ বিষয় নিয়ে)
মোবাইলের ক্যামেরা, মাইক্রোফোন এক্সেস নিতে হ্যাকাররা দুইটি পদ্ধতি অনুসরণ করতে পারে।
১. মোবাইলের এক্সেস : আপনার মোবাইলের কোন দুর্বলতা কাজে লাগিয়ে সম্পূর্ণ এক্সেস নিয়ে ফেলতে পারে। এ উপায়ে শুধু ক্যামেরা, মাইক্রোফোন না বরং পুরো মোবাইলটাই কন্ট্রোল করতে পারে হ্যাকার।
এছাড়াও কিছু App আছে play store এ - সেই App টি টার্গেটকৃত মোবাইল এ ডাউনলোড করে দিতে হয়। কিন্তু এটাতো আর হ্যাকিং না। এদেরকে আমি বলি কামলা হ্যাকার বা হকার ।
২. ম্যালওয়্যার : বিভিন্ন ম্যালওয়ার যেমন - ট্রোজান, স্পাইওয়্যার পাঠিয়ে আপনার মোবাইল থেকে তথ্য চুরি করতে পারে হ্যাকার। ম্যালওয়্যার কখনো কখনো হয়তো সম্পূর্ণ এক্সেস দিতে পারে না তবে যথেষ্ট ক্ষতি করতে সক্ষম।
ম্যালওয়্যার এর অনেক ধরণ আছে - একেটার পদ্ধতি একেক রকমের। সবগুলো এখানে বলা সম্ভব না।
হ্যাকিং বিষয়টি আসলে পারমাণবিক বোমা মারার মতো নয় যে - আপনি সুইচে বা এপসে ক্লিক করবেন আর হ্যাক হয়ে যাবে। এসব অতিপ্রাকৃত ঘটনা সিনেমাতে হয়।
মুভিতে আমরা হ্যাকিং বিষয়টা যত সহজে দেখি বাস্তবে এর থেকে হাজার গুণ কস্টকর হ্যাকিং। যেটা এখন হারে হারে টের পাচ্ছি আমি।
হ্যাক করতে হলে অনেক সময় নিয়ে বিভিন্ন টেকনিক এপ্লাই করতে হয়। বাস্তব জীবনে একটিমাত্র নিয়মে সব ডিভাইসকে হ্যাক করা যায় না। এটা অবাস্তব।

Comments
Post a Comment