ডার্ক ওয়েব | ডীপ ওয়েব | এবং সার্ফেস ওয়েব কি?
সার্ফেস ওয়েব: অনলাইনে আমরা যা সামনা সামনি দেখি বা যেসবের এক্সেস পাই সেগুলো হল সার্ফেস ওয়েব। এই যে লেখাটি পড়ছেন, এটা সার্ফেস ওয়েবেই আছে। সারফেস ওয়েব ইন্টারনেট এর মাত্র ৩-৪%।
ডীপ ওয়েব: যেসব অংশ দেখি না বা যেসব অংশের এক্সেস সবার জন্য না, সেসব অংশকে ডীপ ওয়েব বলে। অর্থাৎ ডীপ বা ভেতরকার অংশ। যেমন কোন ওয়েবসাইটের ডেটাবেজে আপনাকে ঢুকতে দেয়া হয় না। এছাড়াও ব্যাকএন্ডে অনেক কিছু আছে তাতে এক্সেস নির্দিষ্ট ব্যক্তিদের জন্য। এগুলোই ডীপ ওয়েব।
Dark Web: ডার্ক ওয়েব একটি রহস্যময় অন্তর্জাল। এই টপিকগুলো, স্পেশালি ডার্ক ওয়েব নিয়ে সবার কৌতূহলের শেষ নেই। কৌতূহলী লোকজনের মধ্যে অনেকের মাঝেই বিভিন্ন মিথে বিশ্বাস করা লোকের সংখ্যাও নেহাত কম না। তাই ডার্ক ওয়েব ইউজার হিসেবে কিছুটা ধারণা দেয়ার এবং ভুল ধারণা ভেঙে দেয়ার চেষ্টা করছি। ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেট এর এমন একটি স্তর যেখানে আইন, নিয়ম কানুন কিছুই চলেনা! আজ আমরা কথা বলবো ডার্ক ওয়েব নিয়ে!
অনেকেই এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) এর বাইরের কিছু মনে করে। এটা একটা মিথ। মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কোন সার্ভারেই ডার্ক ওয়েবের অস্তিত্ব বিদ্যমান। ডার্ক ওয়েবে এমন কিছু কাজ হয়, যেসব সার্ফেস ওয়েবে করা হয় না। সাধারণত অবৈধ কাজ করার, অবৈধ সেবা নেয়ার, ফাঁসকৃত ডকুমেন্টস বেচাকেনার জায়গা এটা। কারণ ডার্ক ওয়েবে আপনার পরিচয় গোপন থাকছে আর, ক্রিপ্টোকারেন্সি খরচ করার সবচেয়ে ভালো জায়গা এই ডার্ক ওয়েব! অবৈধ পন্য থেকে শুরু করে সিরিয়াল কিলার সব পাবেন এই ওয়েবে! এখানে আইন বলতে কিছু হয়না! এখানেই বসবাস হ্যাকার আর সিক্রেট সোসাইটির! ডার্ক ওয়েবে ভালো মানুষ ও আছে যারা সরকার বা কোনো প্রতিষ্ঠান এর হয়ে কাজ করে! ডার্ক ওয়েবের কাজের উপর কারপ নজরদারি নেই তাই এখানেই সিক্রেট কাজ গুলো করা হয়!
ড্রাগ কেনাবেচা,অবৈধ পাসপোর্ট,child porn, মানুষের উপর করা ভয়াবহ অত্যাচার এর ভিডিও,কালো যাদুর ভিডিও,মানুষের উপর সাইন্স এক্সপেরিমেন্ট এর ভিডিও, সিরিয়াল কিলার ভাড়া এসবই হয় এখানে!
কপিরাইট আর রেস্ট্রিক্সশনের জন্য বা সারফেস আর ডিপ ওয়েব এ করা যায় না এমন কাজ গুলোও এখানে হয়!
তবে ডার্ক ওয়েবে প্রবেশ যে অনেক কঠিন তা নয়! কিছু সাইট আর অ্যাপের মাধ্যমে আপনি ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারেন! তবে আগে ভেবে নিন, যদি কোনো ভুল স্তর বা সাইটে চলে যান তাহলে ডার্ক ওয়েব থেকে বের হবার কোনো রাস্তা নেই! পৃথিবীতে অনেক মানুষ এর জন্য সুইসাইড করে মারা গেছে! এরকারন অনেক কিছুই বলা যায়! কোনো ভুল মানুষের আয়ত্তে চলে এলে সে আপনার সব তথ্য জেনে যাবে! আর গোপন তথ্য দিয়ে ব্লাকমেইল করবে!
অনেকে এখানে প্রোডাক্ট অর্ডার করে তবে সবসময় যে তাদের অর্ডার করাই আসে তা না! অনেকের কাছে মানুষের কাটা দেহ,অনেকের কাছে আসে কালোর যাদুর জিনিস বা অভিশপ্ত বস্তু! অনেককে খুন করতে কিলার বাসায় চলে আসে!।
ডার্ক ওয়েব সব সময় এমন রহস্যময় থাকবে! এর ব্যাপারে সঠিক কিছু বলা যায়না! এতে ভালো খারাপ মিলেই আছে! তবে কেউ যদি ভুল সাইটে প্রবেশ করে তাহলে তা হবে একটা মৃত্যু ফাদ।
ধন্যবাদ সবাইকে

Comments
Post a Comment