রাশিয়ার মস্কোয় ট্রাফিক জ্যাম লাগিয়ে দিলো অ্যানোনিমাস হ্যাকাররা।
রাশিয়ার রাজধানী শহর মস্কোর রাস্তায় ট্রাফিক জ্যাম লাগিয়ে দিয়েছে হ্যাকাররা। দেশটির একটি রাইড-শেয়ারিং অ্যাপে আক্রমণ করে অসংখ্য গাড়ি এক জায়গায় জড়ো করে জ্যাম বাধিয়ে দেয় তারা। এভাবে জ্যাম লাগিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে।
খবরে বলা হয়, রাশিয়ার ইন্টারনেট সেবাদান কোম্পানি ইয়ানডেক্স মালিকানাধীন জনপ্রিয় রাইড-শেয়ারিং অ্যাপ ‘ইয়ানডেক্স ট্যাক্সি’। গত বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) অ্যাপটিতে আক্রমণ করে রাজধানী মস্কোয় একই সময়ে শত শত ট্যাক্সি একই স্থানে আসার নির্দেশনা দেয় হ্যাকাররা।
এতে কুতুজভস্কি প্রস্পেক্ট এলাকায় বিশাল ট্রাফিক জ্যাম লেগে যায়। কুতুজভস্কি প্রস্পেক্ট এলাকা আগে থেকেই একটি ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত।
সড়কে গাড়ির চাপের জন্য আলাদা পরিচিতি আছে মস্কোর। গত বছর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ যানজটের শহরের স্বীকৃতি পায় এটি। তবে গত বৃহস্পতিবারের ট্রাফিক জ্যাম ছিল একেবারেই আলাদা।
এই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, অসংখ্য ট্যাক্সির লাইন একই গন্তব্যের দিকে যাচ্ছে।
এই ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এক বিবৃতিতে ইয়ানডেক্স ট্যাক্সি কর্তৃপক্ষ জানায়, এদিন সকালে ইয়ানডেক্স ট্যাক্সি পরিষেবা হ্যাকারদের হামলার শিকার হয়। নির্দিষ্ট একটি অঞ্চলে একই সময়ে যাত্রী তোলার ডাক পান কয়েক ডজন চালক।
কোম্পানিটি আরও জানায়, এই জ্যামের স্থায়িত্ব ছিল প্রায় ৪০ মিনিট। তবে ভবিষ্যতে এই ধরনের আক্রমণ শনাক্ত করা ও তা বাধা প্রদানের উপায় ইতোমধ্যে তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
তবে এই সাইবার আক্রমণ কে বা কারা ঘটিয়েছে তা জানায়নি ইয়ানডেক্স কর্মকর্তারা। এদিকে এই ঘটনার দায় স্বীকার করেছে হ্যাকার দল ‘অ্যানোনিমাস’।
ইউক্রেনের সঙ্গে অ্যানোনিমাস দলটির যোগাযোগ রয়েছে। ইউক্রেনের ‘আইটি আর্মি’র সঙ্গে কাজ করার কথা ইতোমধ্যে স্বীকার করেছে অ্যানোনিমাস হ্যাকার দলটি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরপরই ‘আইটি আর্মি’ গঠনের নির্দেশ দেন দেশটির উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদেরভ।
২০২২ সালের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দিয়েছিল অ্যানোনিমাস। এরই ধারাবাহিকতায় রাশিয়ার টিভি চ্যানেল হ্যাক করে তাতে যুদ্ধের ভিডিও ফুটেজ চালানোর দাবি করে তারা।

Comments
Post a Comment