কম্পিউটারে ভাইরাস ঢুকেছে, কী করবো?
আমার জানামতে এই পদক্ষেপগুলো নিতে পারেন। এই পদক্ষেপ ছাড়াও যদি অন্য কোন উপায় থাকে কমেন্ট এ জানিয়ে দিবেন, ফলে আমিও সেই বিষয় জানতে পারবো ও অন্যরাও জানতে পারবে।
কম্পিউটারে ভাইরাস বা অন্য যেকোন ম্যালওয়্যার সংক্রমণের কোন তথ্য পেলে বা যদি সন্দেহও হয় যে, কম্পিউটারে ম্যালওয়ার ঢুকেছে তাহলে সাথে সাথেই কিছু পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। আমি এই পদক্ষেপ গুলোকে দুইটি মূল ভাগে ব্যাখ্যা করছি।
১. তাৎক্ষণিক পদক্ষেপ :
প্রথমেই আক্রান্ত ডিভাইসকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করুন। তবে পাওয়ার অফ করবেন না। এতে করে ম্যালওয়ার তথ্য চুরি করতে পারবে কম বা একটিভ হওয়া থেকে বাঁধা দেয়া যাবে কিছুটা।
কোন কোন ডিভাইসে ম্যালওয়ার এর লক্ষণ দেখা যাচ্ছে সেটা খুঁজে দেখুন। কারণ কখনো কখনো একসাথে একাধিক ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে আপনি একটা ডিভাইস থেকে ম্যালওয়ার মুছলে আরেক ডিভাইস থেকে আবার ম্যালওয়ার ঢুকবে কম্পিউটারে।
কোন উপায়ে আপনার ডিভাইসে ম্যালওয়ার প্রবেশ করলো সেটা বোঝার চেষ্টা করুন (যতদূর সম্ভব)। যেমন খুঁজে দেখুন যে, আপনি কোন অপরিচিত সাইট থেকে কোন সফটওয়্যার ডাউনলোড করেছিলেন কিনা বা কোন লিংকে ক্লিক করেছিলেন কিনা - এমন।
যদি খুঁজে পান যে আপনার ইমেইল বা ওয়েবসাইট থেকে ম্যালওয়ারের লক্ষণ দেখা যাচ্ছে বা অন্য কোথাও থেকে, তাহলে সেগুলোর তথ্য পরিবর্তন করে ফেলুন দ্রুত। যেমন পাসওয়ার্ড পরিবর্তন বা ২ ফ্যাক্টর অন করা প্রভৃতি।
২. ম্যালওয়ার রিমোভ :
প্রথমেই আপনার ডিভাইস থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো ফেলে দিন। কারণ ম্যালওয়ার অনেক সময় এই সফ্টওয়ার ব্যবহার করে একটিভ থাকতে পারে।
এরপর আপনি আপনার ডিভাইসে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন। যদি আগে ইন্টারনেট কানেকশন অফ করে দেন তাহলে কোন পেনড্রাইভ বা মেমোরি ডিভাইসের মাধ্যমে এন্টিভাইরাস ইন্সটল করুন। আর যদি ইন্টারনেট কানেকশন অফ করা সম্ভব না হয় তাহলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন।
এন্টিভাইরাস হিসেবে প্রথমেই malwarebytes ডাউনলোড করুন। তাৎক্ষণিক ভাবে ম্যালওয়্যার খুঁজে বের করার জন্য এটার পারফর্মেন্স অনেক ভাল। আমিও এই সাইট ব্যবহার করি।
লিংক : Download Malware Removal | Free Antivirus Scan & Virus Protection Tool
Android phone user রা একটা এপ ব্যবহার করতে পারেন - যেটার লিংক কমেন্ট বক্সে দিয়ে দিবো।
এরপর নিয়মিত ম্যালওয়ার স্ক্যান করার জন্য kaspersky বা bitdefender সেটাপ করুন। অনলাইনে এগুলোর ক্র্যাক ভার্সন পাওয়া যায়। ভুল করেও সেগুলো নামাবেন না। কারণ ক্র্যাক নিজেই একটা ম্যালওয়ার। অফিসিয়াল ওয়েবসাইট বা এজেন্ট থেকে এন্টিভাইরাসের প্রিমিয়াম কিনে নিন। প্রিমিয়াম এন্টিভাইরাসের দাম খুব বেশি নয়। বছরে ৮০০-১০০০ টাকা মতো হয়ে থাকে।
# সংক্রমণ পরবর্তী :
প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার ডিভাইস গুলোকে - full scan দিবেন। কারণ কিছু ম্যালওয়ার অনেক সময় দেরিতে লক্ষণ প্রকাশ করে যাতে এন্টিভাইরাস তাকে খুঁজে না পায়। আগে কিছুদিন চুপচাপ থাকে তারপর তার কাজ শুরু করে। তাই নিয়মিত মনিটরিং এ রাখলে অনেকটাই নিরাপদে থাকবেন।
আরো কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন বা ইনবক্সে ম্যাসেজ দিন - ইনশাআল্লাহ আমার যতটুকু ধারণা আছে সেই বিষয়ে, আপনাকে ততটুকু বুঝানোর চেষ্টা করবো।

Comments
Post a Comment